মোঃ আমিনুল হক আমিন- সিনিয়র রিপোর্টার:
কো-অপারেটিভ মার্কেট ব্যবসায়ী সমবায় সঞ্চয় সমিতি লিঃ ( মিরপুর শপিং সেন্টার) এর ব্যবস্হাপনা কমিটির আগামী ১১ ই জুন /২২ ইং তারিখের নির্বাচনে
মো: নাসির উদ্দিন ভূঁইয়া- ডঃ ওসমান গনি -আব্দুল কাইয়ুম খান ও মোঃ আব্দুল হালিম পরিষদ সকল সদস্যদের দোয়া,ভোট কামনা করে, আমাদের প্রতিনিধিকে এক বার্তায় বলেন, অত্র সমিতিটি ১৯৯০ সনে প্রতিষ্ঠিত মিকো ভবনে, সমিতিটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বার বার নির্বাচিত সভাপতি, আলহাজ্ব নাসির উদ্দিন ভুইয়া, তৎকালিন প্রয়াত প্রবীণ সমবায়ীদের সহোযোগীতায় মিরপুর -২ নং এ হাউজিং কর্তৃক লটারীতে অংশগ্রহন করে আজকের, মিরপুর শপিং সেন্টার, (৯) তলা ভবন। এছাড়াও তৎকালীন সময়ে মিরপুরের গোড়ান চটবাড়ীতে ক্রয়কৃত জমি। তাই বর্তমান সভাপতি ও সম্পাদক, আলহাজ্ব নাসির উদ্দিন ভুইয়া ও ডঃ ওসমান গনি( মামুন স্যার)আব্দুল কাইউম খান, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল হালিম, আলহাজ্ব লুৎফর রহমান, সংশোধন,,আলহাজ্ব মহিবুল হোসেন শরীফ সজল , আলহাজ্ব মোঃ হারুন অর রশীদ,মোঃ মাসুদ হাওলাদার, আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন সবুজ,মোঃ সরোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন, পরিষদ আপনাদের ভোট, দোয়া ও আন্তরিক সহোযোগীতা কামনা করেন। পরিষদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেন এই পরিষদ এর এক তৃতীয়াংশ প্রার্থী বর্তমান কমিটিতে দায়িত্ব পালন করছেন। তারপরও দায়িত্ববান বিশ্লেষন করে ৪ জনকে নতুন ভাবে যুক্তকরে আজ পুর্ন প্যানেলের জন্য দোয়া প্রার্থনা করছি। সদস্যদের ভোটে পুনরায় এই পরিষদ নির্বাচিত হলে ইনশাআল্লাহ চলমান উন্নয়নের কার্যক্রম শেষ করে আপনাদের আবাসনসহ সকল আশা পুরন করতে সক্ষম হবো| তাই সকলের দোয়া, ভোট, আন্তরিক সহযোগিতায় ইনশাআল্লাহ আগামী ১১ ই জুন আমরা বিপুল ভোটে পুর্ন পরিষদ বিজয়ী হবো এই প্রত্যাশায় আশাবাদ ব্যাক্ত করেন। ১১ ই জুন সকলকে নিজ নিজ পরিচয়পত্র সহ ভোট প্রদানের আহব্বান জানান পরিষদের সকল প্রার্থীগন।।